এস.এস.সি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য
বিজ্ঞপ্তি


সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আগামী ২৬ মার্চ রোজ বুধবার দুপুর ১২:০০ টায় বিতরণ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে নিম্নে উল্লেখিত কক্ষে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া  হলো। সংশ্লিষ্ট  শ্রেণী শিক্ষকবৃন্দকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

☞ প্রভাতী শিফট :

 ক শাখা :১০৩ নং কক্ষ 
খ শাখা: ১০৪ নং কক্ষ 

☞দিবা শিফট : 

 ক শাখা : ১০৬ নং কক্ষ 
খ শাখা: ১০৭ নং কক্ষ

স্বা:
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) 
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
Last Update: 25-03-2025 03:50:24 PM
প্রথম পাতা সকল নোটিশ